বর্তমান যুগে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে খবরের শিরোনামে উঠে আসে এমন কিছু ধরনের ঘটনা যেগুলি আমাদেরকে মুহূর্তের মধ্যে হাসিয়ে তোলে ।
‘আমার চার ছেলেমেয়ের দিব্যি খেয়ে বলছি, আমাকে কেউ ভয় দেখায়নি’, তৃণমূলের দাবি একেবারে নিষ্পাত করলেন মিঠুন!
ফের অশান্তির আঁচ তৃণমূলে;পদত্যাগ করলেন মমতা ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম!
“শুভেন্দু অধিকারীর পিছনে লাগতে গিয়ে নিজেকে ছয় বছরের বাচ্চা বললেন দেবাংশু, তুমুল ভাইরাল ভিডিও
সেটি কোন বাচ্চার আচরণ হতে পারে কোন বয়স্ক মানুষের কর্মকান্ড হতে পারে বা যেকোনো কিছু বিষয় হতে পারে । তবে মূলত এই সমস্ত হাসির ভিডিও দখলের ক্ষেত্রে খুদে বাচ্চাদের নাম প্রথম সারিতে থেকে থাকে। ঠিক যেমনটা দেখা গেল এই ভিডিওতে। ।
কখনো নাচ কখনো বা গান কখনো অন্য কোনো প্রতিভা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরে হয়ে উঠছে তারা তারকা। পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়া যায় এই সোশ্যাল মিডিয়াতে । কিন্তু এবারের ভাইরাল হওয়া ভিডিও টি সম্পূর্ণ আলাদা । একটি ছোট্ট বাচ্চার ভিডিও সেটি ।
ছোটবেলা থেকে বাড়ির বাচ্চারা অজান্তেই এমন কিছু ধারনের প্রশ্ন করে থাকে যার উত্তর হয়তো আমরা দিতে পারি না সেই মুহূর্তে । নানান ধরনের খেলা হাসি এর মধ্যে দিয়ে যায় প্রত্যেকের শৈশব জীবন । যার ফলে মানসিক বিকাশ ঘটে সম্পূর্ণ রকম ভাবে । কিন্তু বর্তমান যুগের বাচ্চারা কোথাও জন্য একটু অ্যাডভান্স ।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি খুদে তার বাবার কাছে পড়তে বসেছ । আমরা জানি যে বাচ্চা বয়সে যেহেতু পরিপক্ক জ্ঞান বুদ্ধি হয় না তাই বাচ্চাদের পড়াশোনা নিয়ে তেমন কোন আগ্রহ থাকে না। একপ্রকার বলতেই পারেন যে তাদের অপছন্দ তালিকার মধ্যে পড়াশোনা থেকে থাকে । অনেক বাচ্চা রা পড়াশোনা করতে চায় না বা করানোর চেষ্টা হলে কান্নাকাটি জুরে দেয় ।
কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চা মেয়েটি কাদতে কাদতে এমন কিছু কথা বলছে যা হাস্যকর পরিবেশ সৃষ্টি করেছে ।সে তার বাবাকে বলছে যে সে আর পড়তে চায় না। এমনকি তার মা যখন তাকে ভালবেসে বলছে পড়াশোনা করে নেওয়ার জন্য তখন সে বলছে যে তোমার বর খুব বাজে ” অর্থাৎ সে তার বাবাকে মায়ের বর হিসেবে চিনেছে। হাস্যকর এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায় সর্বত্র ।এসেছে প্রচুর মন্তব্য । তার পাশাপাশি সেই হাসির ভিডিওতে জুড়ে রয়েছে ভালোবাসা এবং স্নিগ্ধতা এর চৌয়া।
https://www.youtube.com/watch?v=DxHTP9H5jVI&feature=emb_imp_woyt