স্বাদে ও পুষ্টিগুণে ভরা পেয়ারা। এই পেয়ারা ডায়রিয়া নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ, বয়সের ছাপ নিয়ন্ত্রণ, ডায়বেটিস নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আর তাই শরীর ভালো রাখতে এই ফলকে নিয়মিত খেতে বাড়িতেই চাষ করুন পেয়ারা গাছ। কলা সহযোগে নিম্নলিখিত পদ্ধতিতে চাষ করলে বাড়ির টবেতেই হবে ডাসা ডাসা পেয়ারা।
এই পদ্ধতিতে করুন পেয়ারা গাছ, গাছে ডাসা ডাসা পেয়ারা হব প্রথমে কোনো পরিণত পেয়ারা গাছের কান্ড কেটে নিয়ে আসতে হবে। তারপরে কান্ডটিকে নিয়ে একটি কলার সমান দৈর্ঘ্যে কেটে নিতে হবে। কান্ডটির একদিকের ছাল ছুরির সাহায্যে পরিষ্কার করে গ্লু স্টিক লাগাতে হবে। এই পদ্ধতিতে করুন পেয়ারা গাছ, গাছে ডাসা ডাসা পেয়ারা হবে
এরপরে, একটি টবে মাটি নিয়ে কাঁচা কলাটির লম্বালম্বি এক চতুর্থাংশ কেটে পেয়ারার গাছের কাণ্ডটি কলার মাঝে রেখে সেটি মাটিকে পুঁতে দিয়ে জল দিয়ে দিতে হবে। এরপরে পুরো টবটিকে একটি প্লাস্টিক দিয়ে মুড়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। এইভাবে রেখে দিলে ৮ দিন পরে দেখা যাবে মাটি থেকে ছোট ছোট পাতা বেরিয়েছে। এতে জল দিয়ে একই অবস্থায় ২২ দিনের জন্য রাখতে হবে।
এই পদ্ধতিতে করুন পেয়ারা গাছ, গাছে ডাসা ডাসা পেয়ারা হবে ২২ দিন পরে দেখা যাবে, গাছটি ছোট্ট চারাগাছে পরিণত হয়েছে এবং সেই গাছে ফুল ধরেছে। এই অবস্থায় মাটিতে জল দিয়ে সাবধানে মূলসহ গাছটিকে মাটি থেকে বের করে খোলা আকাশের নিচে অপর একটি টবে স্থানান্তরিত করতে হবে। এই অবস্থায় ৪১ দিন রেখে দিলে দেখা যাবে গাছে ছোট ছোট কচি পেয়ারা দেখা দিয়েছে। এবার একটি পাত্রে পাকা কলা কেটে জল দিয়ে সার মিশিয়ে একটি তরল মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটি গাছের একদম গোড়ায় না দিয়ে টবের দুইদিকে দিতে হবে। এই অবস্থায় ৮০ দিন রেখে দিলে দেখা যাবে বাড়ির টবেতেই তৈরি হয়েছে ডাসা পেয়ারা।