পড়াশোনার পাশাপাশি ডা’কাতি

বগুড়ায় বার্মিজ চাকু, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ ৫ শিক্ষার্থী‌,কে গ্রেফতা,র করেছে বগুড়া জেলা পুলিশ। রোববার রাতে শহরের ভাটকান্দি ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা বড় কোন অপরাধ সংঘটনে,র জন্য একত্রে সংঘটিত হয়েছি,ল, বলে সংবাদ স,ম্মেলনে জানিয়েছেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। বাড়তি আয়ের জন্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল পাঁচ শিক্ষার্থী।

গ্রেফতা,ররা হলেন, শহরের সেউজগাড়ী এলাকার ইব্রাহিম হো,সেনের ছেলে ই,সতি,য়াক ইব্রাহিম ইমন (২০), একই এলাকার মৃত হাবিবুর রহ,মান এর ছেলে সিয়াম হোসেন বাধন (২৫), ঠনঠনিয়া স্টাফ কোয়ার্টার এলাকার

ফিরো,জ পশারী রা,নার ছেলে পারভেজ পশারী (২০), পুরান বগুড়া এলাকার আয়নুল, হক এর ছেলে আহসান হাবিব বাবুল ও এ,কই এলাকার তো,ফাজ্জল হোসেনের ছেলে তৌহিদুল ইসরাম তানিম।

এ সময় পুলিশ তাদের মাঝে থেকে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানি,য়েছে তারা অ,পরাধ সংঘটনের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলো। আজ,কেই তাদের আদা,লতে পাঠানো হবে।

তাদে,র রিমা,ন্ডের জন্য আবেদন করা হবে। রিমান্ডে নিলে তাদের সং,ঘবদ্ধ হওয়ার প্র,কৃত কারণ বেরিয়ে আসবে।,,,পুলি,শ সুপার, আরো জানান, বগুড়াকে নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পু,লিশ তৎপর রয়েছে।

কিশোর এবং যুবক বয়সী যারা উগ্রভা,বে চলাফেরা করে তাদের, নজরদারি,তে রাখা হ,চ্ছে। কারো কা,ছে অস্ত্র পেলে তাকে আটক করা হচ্ছে। বগুড়াকে নিরাপদ জেলা হ, সেবে গড়ে তুল,তে আমা,দের অ,ভিযান অব্যাহত থাকবে।সূত্র:bd24live

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *