বি’য়ে’র ক’থা ব’লা’য় ভি’ডি’ও প্র’কাশে’র হু’ম’কি, প্রে’মিকে’র বা’ড়ি’তে প্রে’মি’কা

নাটোরের বড়াইগ্রাম উপজে’লার নগর গ্রামে গত তিন দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতেই অবস্থান করছে প্রেমিকা। এ অবস্থায় বাড়ি থেকে পালিয়ে যান বাবা ও ছেলে।

সোমবার (১৪ মা’র্চ) সকালে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। পালিয়ে যাওয়া ব্যক্তি ওই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে রায়হান আলী ওরফে শুভ। প্রেমিকা জানান, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি করত রায়হান। আর তিনি চাকরি করতেন পাশের ইপিজেডে।

একসময় তাদের মধ্যে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর রায়হানের বাবা তার বাড়িতে গিয়ে প্রায় ৬ মাস পর বিয়ের আশ্বা’সও দেন। এ অবস্থায় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়ে। এদিকে ৬ মাস পার হলে রায়হানকে বিয়ের জন্য চাপ দেন তিনি।

কিন্তু তাকে বিয়ে না করে হঠাৎ রায়হান চাকরি ছেড়ে বাড়িতে চলে আসে। পরবর্তীতে বিয়ের কথা বললেই নিজেদের একান্তে সময় কা’টানোর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় রায়হান। কোনও উপায় না পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় রায়হানের বাড়িতে অবস্থান নিলে রায়হান ও তার বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে অ’ভিযোগ করেন প্রেমিকা।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ খবরটি শুনেছি। তবে তারা ঈশ্বরদী থানা এলাকায় থাকাকালে সব ঘটনা ঘটেছে। এ কারণে সেখানেই মা’মলা করার পরামর’্শ দিয়েছি। সূত্রঃRtv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *