মানুষের মত সুন্দর করে কথা বলে রিতিমত ভা’ইরাল কাক, দেখুন ভিডিও

আমরা সাধারণত জানি ময়না টিয়া শালিক বিভিন্ন জাতের পাঁখি কথা বলে কিন্তু এটা একটু ভিন্ন এখন কাক ও মানুষের মত কথা বলতে পারে ৬ বছর এই কাকটিকে তারা লালন পালন করে আসছে কাকটি এখন রিতিমত তাদের পরিবারের একজন সদস্য।

কাক কর্ভিডি গোত্রের অন্তর্গত একজাতীয় পাখি। উষ্ণমন্ডলীয় সব মহাদেশ (দক্ষিণ আমেরিকা ব্যতীত) এবং বেশ কিছু দ্বীপ অঞ্চলে কাকের বিস্তার রয়েছে। কর্ভাস গণের মধ্যে প্রায় ৪০টি বিভিন্ন প্রজাতির কাক দেখা যায়।

কর্ভিডি গোত্রের প্রায় এক-তৃতীয়াংশই বিভিন্ন প্রজাতির কাকে পূর্ণ। অধিকাংশ কাকের দেহবর্ণ কালো রঙের। কাকের উদ্ভব ঘটেছে মধ্য এশিয়ায়। সেখান থেকে এটি উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং

অস্ট্রেলিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। বাংলায় কাক বলতে সাধারণত পাতিকাককে বোঝায়।কাককে পাখিজগতের সর্বাপেক্ষা বুদ্ধিমান পাখি বলে মনে করা হয়।শুধু তাই নয়, প্রাণীজগতের অন্যতম বুদ্ধিমান প্রাণী হিসেবে এদের গণ্য করা হয়।

আধুনিক গবেষণায় দেখা গিয়েছে, কাক যে কেবল যন্ত্রপাতি ব্যবহার করতে পারে তাই নয়, যন্ত্রপাতি নির্মাণেও এরা পারদর্শীসম্প্রীতি এমন একটি কাক কি সুন্দর করে মানুষের মত কথা বলে রিতিমত ভাইরাল ইন্টারনেট জগতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *