রূপসী মেয়েদের জন্য যেমন পাগল পুরুষরা ঠিক তেমনি পুরুষদের জন্যও পাগল মেয়েরাও। তবে মাত্র দুটো জিনিস চাই। দুটো জিনিসের একটি ঘাটতি হলে কিন্তু মহাবিপদ। সেজন্য আগেভাগেই মাথায় রাখতে হবে পুরুষদের। একজন নারী তার স্বামীর সংসারে এসে দুটো জিনিসে সবথেকে বেশি খুশি হয়।
প্রথমত স্বামীর ভালো অর্থনৈতিক অবস্থা দেখলে, দ্বিতীয়ত স্বামীর কাছ থেকে পাওয়া ভালবাসায়। তবে প্রথমটার থেকে দ্বিতীয়টাই মহিলাদের কাছে বেশি গু’রুত্বপূর্ণ।
প্রত্যেক স্বামীরও উচিত নিজের স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেয়া। অনেক পুরুষ জ্ঞানের অভাবে স্ত্রীকে এ দুটো জিনিস দিতে পারে না। ফলে যা হবার তাই হয়। তবে এ জন্য মাথা খারাপ করলে চলবে না।
জ্ঞানের পরিধি বাড়াতে হবে পুরুষকে। দাম্পত্য জীবনে সুখি ‘হতে চাইলে দুটি জিনিসে ঘাটতি রাখা যাব’ে না। এ জন্য পুরুষদের হিসাব কষে এগু’তে হবে। কোনো অবস্থাতেই এ দুটো দুর্বলতা নিয়ে রূপসীর প্রেমে পড়বেন না। তাহলে কিন্তু কেল্লা ফতে।