কাউকে কখনও জোঁক পুষতে দেখেছেন? জোঁক পুষতে গেলে তাকে র’ক্ত খাওয়াতে হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একটি ‘দৈত্যাকার’ জোঁককে হাত থেকে র’ক্ত খাওয়ানো হচ্ছে।
ভিডিয়োটি নতুন নয়,বছর পাঁচেক আগে ইউটিউবে প্রথম শেয়ার হয়েছিল। তবে সম্প্রতি সেটি ফের ভেসে উঠল সোশ্যাল মিডিয়ায়। তারপর ভিডিয়োটি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।ভিডিয়োটি সোমবার সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম রে’ডইট-এ পোস্ট হয়েছে।
রে’ডইটে পোস্ট হওয়া ৩২ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির প্রায় হাতের সমান একটি জোঁক, টেবিলে শুয়ে রয়েছে। ওই অবস্থাতেই সেটি এক ব্যক্তির হাত থেকে র’ক্ত খাচ্ছে। এই দৃশ্যকে আরও নাটকীয় করে তুলতে একটি টর্চের আলো ফেলা হচ্ছে।
ভিডিয়োটি যদি ফেক না হয় তাহলে বলতে হবে, এই ব্যক্তির হাত থেকে র’ক্ত খাওয়ানোর ঘটনা প্রথম নয়। ওই ব্যক্তির হাতে জোঁকের র’ক্ত খাওয়ার আরও দাগ দেখা যাচ্ছে। ইউটিউবে দাবি করা হয়েছে এটি জাপানে রেকর্ড করা ভিডিয়ো।