১১৩ কেজি ওজনের মাছ ধ’রে ভাগ্য ফি’রেছে, লক্ষপতি হলেন অভাবী জে’লে!

কুড়িগ্রামের চিলমা’রী উপজে’লায় ব্রহ্মপুত্র নদ থেকে স্থা’নীয় জে’লের জালে ধ’রা প’ড়েছে ১১৩ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকায়।

একটি মাছেই ভাগ্য ফি’রেছে ঋণগ্রস্ত অভাবী জে’লে আসাদুলের।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে চিলমা’রী উপজে’লার স্থা’নীয় মানুষজন এক হাজার টাকা কেজি দরে ভাগাভাগি করে মাছটি কিনে নেন।

এর আগে সকালে ব্রহ্মপুত্র নদে জে’লে আসাদুল ইসলামের জালে মাছটি ধ’রা প’ড়ে।

জে’লে আসাদুল আবেগাপ্লুত হয়ে বাংলানিউজকে বলেন, আমি ঋণগ্রস্ত মানুষ। তাই আল্লাহ আমা’র দুঃখ-দুর্দশা ঘোঁচাতে মাছটি জালে পাঠিয়েছেন। মাছটি বিক্রি করে ঋণের অর্থ প’রিশোধ করে স্ত্রী-সন্তাদের নিয়ে এখন দু’বেলা দু’মুঠো খেয়ে পরে শান্তিতে থাকতে পারবো।

ক্রেতাদের একজন চিলমা’রী উপজে’লার থা’নাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মি’লন বাংলানিউজকে বলেন, বাঘাইড় মাছটি অনেক বড়। সচরাচর এতবড় মাছ চোখে প’ড়ে না। বাপ-দাদাদের মুখে শুনেছি ৪/৫ মণ ওজনের বিশাল সাইজে’র মাছ পাওয়া যেত ব্রহ্মপুত্রে। হ’ঠাৎ করেই বড় সাইজে’র মাছটি পাওয়ায় দুই কেজি কিনেছি।

চিলমা’রী উপজে’লা মৎস্য ক’র্মক’র্তা মো. বদরুজ্জামান মিয়া বলেন, প্রতিবছরই ৩৫-৪০টি বাঘাইড় মাছ ব্রহ্মপুত্র নদে ধ’রা প’ড়ে। ১১৩ কেজি ওজনের বেশ বড় একটি বাঘাইড় মাছ ধ’রা পড়ায় স্থা’নীয় একটি বাজারে ১ লাখ ১৩ টাকায় মাছটি বিক্রি হয়েছে। জে’লায় এবছর ধ’রা পড়া সর্বোচ্চ সাইজে’র মাছটি স্থা’নীয়রা ১ হাজার টাকা কেজি দরে কিনে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *